উইন্ডোজ ১০ এর রিলিজ হওয়া সর্বশেষ সংস্করণ যেভাবে ডাউনলোড করবেন ও ফ্রিতে অ্যাকটিভেট করবেন। যারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন না তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল

বর্তমানে বিশ্বের ১৫০ কোটিরও বেশি মানুষ উইন্ডোজচালিত কম্পিউটার ব্যবহার করেন।  উইন্ডোজ ১০ নিয়ে মাইক্রোসফট এতটাই আশাবাদী আর এই সংস্করণটিকে উইন্ডোজের অন্যান্য সংস্করণ থেকে আলাদা করতে এতটাই উন্মুখ যে উইন্ডোজ ৮ থেকে সরাসরি উইন্ডোজ ১০-এ চলে এসেছে তারা। মাঝখানে উইন্ডোজ ৯ বাদ পড়ে গেছে। উইন্ডোজ ৮ নিয়ে যে জনপ্রিয়তা আশা করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

উইন্ডোজ ১০ সংস্করণটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন নির্মাতারা স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, এক্সবক্স গেম কনসোল, স্মার্টওয়াচের জন্যও অ্যাপ তৈরি করতে পারবেন। যাঁরা উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করছেন তাঁরা বিনা পয়সায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপগ্রেড করে নিতে পারবেন। উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ও উইন্ডোজ ফোন সফটওয়্যার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের পরিচালক টেরি মেয়ারসন বিনাপয়সার উইন্ডোজ মিলবে বলে ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ বিক্রি থেকে এত দিন প্রচুর মুনাফা করে আসছে মাইক্রোসফট। এখন থেকে বিনা পয়সার উইন্ডোজ হালনাগাদ করার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মাইক্রোসফট।

একনজরে উইন্ডোজ ১০

১. উইন্ডোজ ৭ ও ৮.১ ব্যবহারকারীদের এক বছরের জন্য বিনা মূল্যে হালনাগাদ
২. ডেস্কটপেও থাকবে ভারচুয়াল সহকারী কর্টানা
৩. ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পরিবর্তে আসবে এজ
৪. উইন্ডোজ ১০-এ থাকবে এক্সবক্স অ্যাপ
৫. নতুন ইউজার ইন্টারফেস যেখানে স্টার্ট মেনু থাকবে
৬. ফোন, ট্যাব, টুইনওয়ান, পিসিসহ সব প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে উইন্ডোজ ১০
৭. উইন্ডোজ ১০-এর সঙ্গে স্কাইপকে এমনভাবে যুক্ত করা হচ্ছে যা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করবে।
উইন্ডোজ ৭, ভিসতা, ৮ কিংবা ১০ সবার জন্যই ইনস্টলেশন সিস্টেম একই। তাই এই টিউনে আমি ব্যাখ্যা করেছি কিভাবে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ সেটআপ দিবেন। যেকোন কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। উইন্ডোজ ১০ এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.microsoft.com/en-us/software-download/windows10

আপনার কাছে উইন্ডোজ ৭, ৮ বা ১০ এর ডিভিডি বা পেনড্রাইভ থেকে থাকে তাহলে উক্ত লিংক থেকে নতুন করে আর ডাউনলোড না করলেই চলবে। কিভাবে উইন্ডোজ সেটআপ দিবেন তা স্টেপ বাই স্টেপ নিচের ভিডিওতে দেখানো হয়েছে। আপনি যদি অলরেডি ভিডিওটি উইটিউবে দেখে থাকেন তাহলে নতুন করে না দেখে সোজা নিচে চলে যান। 😂


উইন্ডোজ ইনস্টল করা হয়ে গেলে এবার অ্যাক্টিভেট করার পালা। প্রথমেই নিচের লিংক থেকে অ্যাক্টিভেটর ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/file/5rhqyo9opu5ed55/Win10act.zip

একা একা অ্যাকটিভ করতে পারছেন না? তাহলে কিভাবে অ্যাক্টিভেট করবেন তা জানতে নিচের ভিডিওটি ডাউনলোড করে দেখুন।

http://www.mediafire.com/file/d9kwkkxsrtccijc/AnyWinOrOfficeActiveVideoTutorial.mp4
উইন্ডোজ ১০ এর রিলিজ হওয়া সর্বশেষ সংস্করণ যেভাবে ডাউনলোড করবেন ও ফ্রিতে অ্যাকটিভেট করবেন। যারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন না তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল উইন্ডোজ ১০ এর রিলিজ হওয়া সর্বশেষ সংস্করণ যেভাবে ডাউনলোড করবেন ও ফ্রিতে অ্যাকটিভেট করবেন। যারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন না তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল Reviewed by Techi BD on June 14, 2017 Rating: 5

No comments:

Dear readers, Your feedback is always appreciated. We will try to reply to your queries as soon as possible:

1. Please do not spam. Spam comments will be deleted immediately upon our review.
2. please do not add links to the body of your comment as they will not be published.
3. Only English and Bangla comments shall be approved.
4. If you have a problem check first the comments, maybe you will find the solution there.

Powered by Blogger.