পড়ার সময় মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তির উপায়! দারুন একটি অ্যাপ!

কিভাবে পড়ার সময় মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব? আমরা অনেকে পড়তে বসলেই একটু পর শুরু করে দেই মোবাইল টিপাটিপি করা। এই একটু ফেসবুক এর নোটিফিকেশান চেক করে নেই বা একটু ইন্টারনেট ব্যবহার করে নেই বা একটু গেমস খেলে নেই তারপর পড়া শুরু করবো। এই যে শুরু তারপর চলতেই থাকে মোবাইল টিপাটিপি। আস্তে আস্তে পড়ার প্রতি মনযোগ হারিয়ে ফেলি। এই সমস্যা শুধু মাত্র আপনার আমার নয়, অধিকাংশ সবারই। তাহলে কিভাবে মোবাইল ফোন এর এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে। এই অ্যাপের মাধ্যমে আপনি পড়তে বসার আগে সময় নির্ধারণ করে দিতে পারবেন এবং এই সময়ের মধ্যে আপনি শত চেষ্টা করলেও মোবাইলে কোন অ্যাপ চালাতে পারবেন না। আসুন তাহলে দেখে নেই কি সেই অ্যাপ।

অ্যাপটির নাম: Self Control For Study

ডাউনলোড লিংকঃ http://apk-dl.com/com.specialj.selfcontrol

অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে এই ভিডিও টি সম্পূর্ণ দেখে নিন।ভিডিওতে সুন্দর করে অ্যাপটি ব্যবহারের পদ্ধতি দেখানো হয়েছে। আশাকরি ভাল লাগবে।


আগের দুইটি টিউনে সহজে মনে রাখার কিছু উপায় দেখিয়েছিলাম।

টিউন লিংকঃ
মনে রাখার সহজ একটি পদ্ধতি-১
সহজে মনে রাখার উপায়-২
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
পড়ার সময় মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তির উপায়! দারুন একটি অ্যাপ! পড়ার সময় মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তির উপায়! দারুন একটি অ্যাপ! Reviewed by Techi BD on June 14, 2017 Rating: 5

2 comments:

  1. Wow thats extremely wonderful I actually have detected a brand new app flight pilot simulator 3d free this app is nice and that i have started gazing it.Thanks for the assistance and suggesting the matter i'll travel with it.Keep publication and writing new article.

    ReplyDelete
  2. I love your article. you can visit my website Draw Cartoons 2 Mod Apk

    ReplyDelete

Dear readers, Your feedback is always appreciated. We will try to reply to your queries as soon as possible:

1. Please do not spam. Spam comments will be deleted immediately upon our review.
2. please do not add links to the body of your comment as they will not be published.
3. Only English and Bangla comments shall be approved.
4. If you have a problem check first the comments, maybe you will find the solution there.

Powered by Blogger.